ইয়াস বিদ্ধস্ত মানুষের দিকে তাদের ছোট্ট হাত বাড়িয়ে দিল সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন। ইয়াসের দুর্যোগের ফলে নাদীবাঁধ ভেঙে গোসবার বিস্তীর্ণ অঞ্চলে ঢুকে পড়ে নোনাজল। বিভিন্ন পুকুর থেকে নোনাজল তুলে ফেলে তাতে বৃষ্টির মিঠাজল ভরার জন্য ও অন্যান্য কাজ এলাকায় করে বেড়াচ্ছে লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট। গোসাবার রাঙাবেলিয়া তে সেই কাজে আমরাও কিছুটা জুড়ে রয়েছি। কলেজের টিচার্স কাউন্সিলের তরফ থেকে সংগৃহীত অর্থে দুটি পাম্প কিনে দেওয়া হয় যেগুলি অবিরাম কাজ করে চলেছে নোনাজল তুলতে। তার পাশাপাশি এলাকার দুর্গত মানুষের দৈনন্দিন কাজে লাগার জন্য মশারি ও গামছা তুলে দেওয়া হয় 19-06-2021 তারিখে। মোট 300টি পরিবারের হাতে এই সাহায্য তুলে দেওয়া হয়। বিপন্ন মানুষের সাথে থাকতে নিজেদের তাগিদেই এই উদ্যোগ। কলেজের অধ্যক্ষা উর্মিলা উকিলের প্রেরণা দান, টিচার্স কাউন্সিলের সম্পাদিকা মধুশ্রী পালিত ও সুদেষ্ণা চ্যাটার্জির উৎসাহ দান এবং সান্ত্বনা চক্রবর্তী ও সায়ন মন্ডলের নীরবে কাজ সকল প্রস্তুতিকে মসৃন করে তোলে। আর পেছন থেকে প্রতিনিয়ত উৎসাহ, সাহস ও প্রেরণা জুগিয়ে গেছেন কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ। সবাইকে অশেষ ধন্যবাদ এই ভালো কাজে অংশগ্রহণের জন্য। সকলের শুভেচ্ছা পাথেয় করে 19-06-2021 তারিখে কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দের পক্ষ থেকে রাঙাবেলিয়াতে পৌঁছে যান রেজিনা কবীর, আজিজুল বিশ্বাস ও কৃষ্ণপদ দাস আর সঙ্গে ছিলেন লাইট হাউসের দুই সদস্য সঞ্জীব বিশ্বাস ও মৌসুমী কুন্ডু। তুমুল বৃষ্টির মধ্যেও ওই এলাকার কিছু যুব সদস্য যেভাবে কাজ করে চলেছে তাতে তাদের কুর্নিশ না করে উপায় নেই। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে দুর্যোগের মোকাবিলা করি আর একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকি।
রিলিফের কাজের কিছু ছবি