সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সমাজ সচেতন সংগঠন। এর সঙ্গে যুক্ত সকলেই সদা সচেষ্ট সমাজের কাছে তার দায় বদ্ধতা পালন করতে। শিক্ষা দানের পাশাপাশি এই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ সব সময় নিজেরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে তাদের ছাত্রীদের সমাজ সচেতন করে তোলার চেষ্টা করে আসছে। কোভিড অতিমারীতে আমাদের রাজ্য যখন বিপন্ন তখনই আবার উপকূলবর্তী জেলাগুলোতে হানা দিয়েছে ইয়াস এর মত দুর্যোগ। এই দুর্যোগ পীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে আসে। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম পদক্ষেপ হিসাবে গোসাবা অঞ্চলের নোনাজলে ডুবে যাওয়া পুকুরগুলি থেকে নোনাজল বের করার জন্য ওই এলাকার মানুষদের হাতে দুটি পাম্পসেট তুলে দেওয়া হয়। এই কাজে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার দক্ষিণ চন্দননগর গ্রামের দেড়শ পরিবারের হাতে বিভিন্ন ফলের গাছ তুলে দেওয়া হয়। এই গাছগুলোর মধ্যে আছে আম, কাঁঠাল, জামরুল, পিয়ারা, বেদানা, লেবু ও পেঁপে। গাছগুলো পেয়ে এলাকার মানুষজন ভীষণ খুশি। গাছ নেওয়ার জন্য এলাকার মহিলা ও শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। গাছের সাথে সবার হাতে তুলে দেওয়া হয় জ্বরের ওষুধ প্যারাসিটামল ও ORS, যাতে তারা আপতকালীন এগুলি কাজে লাগাতে পারেন। এই কাজটি সম্পন্ন করতে আমাদের সাহায্য করেছে নাগেরবাজার বান্ধব ওয়েলফেয়ার সোসাইটি। তাদের স্বেচ্ছাসেবকদের সহায়তায় গত 15-06-2021 তারিখে কাজটি মসৃনভাবে সম্পন্ন হয়েছে। সব কাজগুলো আমাদের অধ্যক্ষ মহোদয়া শ্রীমতী উর্মিলা উকিলের পৌরহিত্যে ও চির নবীন অধ্যাপিকা শ্রীমতী সুদেষ্ণা চ্যাটার্জীর এবং টিচার্স কাউন্সিলের সম্পাদিকা শ্রীমতী মধুশ্রী পালিতের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। নামখানাতে গাছ বিতরণ কাজের জন্য কলেজের তরফ থেকে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপিকা শ্রীমতী সুদেষ্ণা চ্যাটার্জী ও গণিত বিভাগের দুই অধ্যাপক শ্রী কৃষ্ণপদ দাস ও শ্রী প্রান্তিক হাঁসদা।  তাছাড়া এই কাজগুলোতে আমাদের সব সময়ের সঙ্গী ছিল কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS)।

রিলিফের কাজের কিছু ছবি